| Home | Menu | Poems | Poets | Reading | Theme | Biography | Articles | Photo | Dictionary | Chat | Video | Shop | Extra | Jokes | Games | Science | Bio | বাংলা

যতীন সরকার Professor Jatin Sarkar Biography



বর্তমান সময়

যতীন সরকারের সাথে কথা বলতে সম্প্রতি গিয়েছিলাম নেত্রকোনা সদরের সাতপাই গারায়। নেত্রকোনা শহরেই নিজবাড়িতে নিভৃত বসবাসের মধ্যে নিরবচ্ছিন্ন লেখালেখি চালিয়ে যাচ্ছেন তিনি। অধ্যাপনা পেশা থেকে অবসর নিয়েছেন বেশ ক' বছর আগে। উদীচীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়া আর কোনো ব্যস্ততা নেই। কী লিখছেন তিনি, তা জানতে চেয়েছিলাম। সেলফে সাজানো বইয়ের দিকে আঙুল তুলে বললেন, "কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা লেখা লিখব বলে পাঁচ-ছয় বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে বইপত্র, আরও যোগাড় করছি, পড়ছি। লিখেছি পঞ্চাশ পৃষ্ঠার মতো। ঠিক যে কথাটা আমি ওই লেখার মাধ্যমে বলতে চাচ্ছি, যেভাবে বলতে চাচ্ছি, সেই কথাটা ঠিক সেভাবে আমি বলতে পারছি না।" এছাড়া ছোট ছোট আরও কিছু লেখা ও প্রকাশের অপেক্ষায় থাকা কিছু বই নিয়ে ব্যস্ততার কথা জানালেন তিনি। লিখছেন 'পাকিস্তানের ভূতদর্শন'।


If you cannot view the fonts properly please download and Install this file.

এ লেখা যতটা নীরস, ততটা নীরস লোক নন যতীন সরকার। আমাদের আলাপচারিতার পুরোটা সময় জুড়ে ছিল একটা হাসির হালকা হাওয়া। এছাড়া মাঝে মাঝে অট্টহাসির তুফান তো ছিলই। কথাবার্তায় যেমন, তেমনি যতীন সরকার তাঁর লেখায়ও সদাহাস্যময়। বুদ্ধিজীবী বললে পাঠকের চোখের ভিতর গুরুগম্ভীর বৃদ্ধের যে ছবি ভেসে ওঠে-ব্যক্তিগত আলাপে, বক্তৃতায় এবং লেখায়- কোথাও তেমন নন তিনি। যতীন সরকারকে নিয়ে এ লেখা তেমন সুখপাঠ্য না হলেও তাঁর লেখা যেকোনো প্রবন্ধ শুধু পাঠের আনন্দেই আপনারা পড়তে পারেন- এ ব্যাপারে লিখিত নিশ্চয়তা দিতেও আমি রাজি আছি।

No comments: